অবশেষে মায়ের বুকে ফিরে আসলেন কোকো। তবে মুখে জবান নেই। বন্ধ প্রাণস্পন্দন। নিস্প্রভ ছেলেকে দেখে চোখের জলের বাঁধ ভাঙল। আজ বেলা ১টা ৫০ মিনিটের দিকে কোকোর মরদেহবাহী কফিনটি গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের দোতলায় তোলা হয়। এসময় মৃত ছেলের পথ চেয়ে বসে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
কফিনটি তোলার সঙ্গে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্না-আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।
আরাফাত রহমান কোকোর মরদেহ বিএনপির গুলশান কার্যালয়ের সামনে এসে পৌঁছায় বেলা ১ টা ৪০ মিনিটে। এরপর কার্যালয়ের পেছনের গেট দিয়ে মরদেহ ভেতরে প্রবেশ করানো হয়। ১ টা ৫০ মিনিটের দিকে মরদেহ দোতলায় তোলা হয়। সেখানে অপেক্ষা করছিলেন কোকোর মা খালেদা জিয়াসহ অন্যান্য স্বজনরা।
কোকোর মরদেহ দেখতে বিএনপির গুলশান কার্যালয়ে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ভীড় করেছে। রয়েছেন অসংখ্য নিরাপত্তাবাহিনীর সদস্য। গুলশানে কোকোর মরদেহ ঘন্টাখানেক রাখা হবে বলে জানা গেছে। এ সময় খালেদা জিয়ার আত্মীয়-স্বজন ও পরিবারের লোকজন তা দেখার সুযোগ পাবেন। সেখানে স্বজনদের শেষ দেখা ও শ্রদ্ধা জানানোর পর বিকাল ৪টায় জানাজার জন্য কোকোর মরদেহ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৫/আহমেদ