অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একাধিক তহবিল পেলেও তা ব্যবহারে এখনও পর্যন্ত বাংলাদেশ সক্ষমতা অর্জন করতে পারেনি।’ আজ বুধবার সকালে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে ‘গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশের অবস্থান ও প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি’ শীর্ষক এক কর্মশালায় মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ২০২০ সালের মধ্যে জিসিএফ ফান্ড হবে দুশ’ বিলিয়ন মার্কিন ডলার। এই ফান্ডের একটা অংশ বাংলাদেশও পাবে। এই কর্মশালায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন আহমদ, জিসিএফের পরিচালক হেলাচিক্রহো ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৫/ রোকেয়া।