মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
আজ বুধবার দুপুরে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আজহারের পক্ষে তার আইনজীবীরপা আপিলটি দায়ের করেন।
গত ৩০ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ ৩টি অভিযোগে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর এটিএম আজহারের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, নির্যাতন, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এসব অভিযোগের মধ্যে ২, ৩ ও ৪নং অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং ৫ ও ৬নং অভিযোগে ৩০ বছরের কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল।
এর আগে, ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব