বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে নিহতদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে সারাদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার বাদ জুম্মা। ১৪ দল এই কর্মসূচির ঘোষণা করেছে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আজ বুধবার এক যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শ্রমিক কর্মচারি, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সঙ্গে সকালে বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আগামী শুক্রবার বাদ জুম্মা ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১৪ দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে সারা দেশের জেলা ও উপজেলায় একই কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক পার্টি (জাসদ)’র সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেলিন, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুর রহমান সেলিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৫/ রোকেয়া।