বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ আশাপাশের ৯ জেলায় হরতাল চলছে। বৃহস্পতিবারের সকাল ৬টায় শুরু হওয়া এ হরতাল চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।
গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়। ঢাকা ছাড়া অপর ৯টি জেলা হলো: গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহ।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি, ২০১৫/ রশিদা