পুঁজি বাজারে কাজ করতে গেলে অতিরিক্ত বুদ্ধি দরকার হয়। এ বাজার অত্যন্ত জটিল। আজ 'বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট এর সম্মেলন কক্ষে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, এ কোর্স থেকে যারা পাস করে বের হয়ে আসে তারা সরাসরি পেশাজীবি হয়ে যাবে যা বিশ্ববিদ্যালয় থেকে বের হলেও হয় না। এ ডিগ্রি সম্পর্কে তিনি বলেন, এই পত্রিষ্ঠানের পিএইচডি পোগ্রামে যাওয়ার কোনও দরকার নেই। অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা পিএইচডি ডিগ্রিও দিয়ে থাকে তবে এটা ইনস্টিটিউট হিসেবে আছে ইনস্টিটিউট হিসেবেই থাক।
তিনি আরও বলেন, পুঁজিবাজারে উঠানামা একটি স্বাভাবিক বিষয় তবে বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে যথেষ্ট ভূমিকা পালন করছে। উপস্থিত ছিলেন, বিসিআইএমএর নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হান্নান জোয়ার্দার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, বিআই সি এম পরিচালনা পর্ষদ এবং বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
বিডি-প্রতিদিন / ২৯ জানুয়ারি , ২০১৫ / নাবিল