বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর অবশেষে নিরাপদ খাদ্য আইন-২০১৩ কার্যকর করতে যাচ্ছে সরকার। এ আইনে খাদ্যে ভেজালের জন্য পাঁচ বছর কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, ১ ফেব্রুয়ারি থেকে এ আইনটি কার্যকর হবে।
‘সাবধান! সব খাবারে ভেজাল: তদারকি নেই বাজার, আইন আছে প্রয়োগ নেই’ শিরোনামে গত বছরের ১০ মে বাংলাদেশ প্রতিদিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের কপি যুক্ত করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির ও আজম খান। এরপর এই রিটের শুনানিতে ২৩ নভেম্বর নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে সরকারকে তিন মাস সময় দেন হাইকোর্ট।