হরতাল-অবরোধ প্রত্যাহারে ২০ দলের প্রতি শেষবারের মতো আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আহ্বানে সাড়া না দিলে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।
পুলিশ সপ্তাহ ২০১৫- এর সমাপনী দিন আজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে ২০ দলীয় জোটকে উদ্দেশ করে তিনি বলেন, 'আপনারা ইজতেমা চলাকালীন হরতাল-অবরোধ রেখেছেন, কিছু বলা হয়নি। আগামী ২ ফেব্রুয়ারি থেকে দেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের স্বার্থে যে কোনো উপায়ে হোক অবরোধকারীদের থামানো হবে।'
তিনি বলেন, 'শেষবারের মতো ২০ দলের শীর্ষ নেতাদের হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। এ আহ্বানে সাড়া না দিলে আজকের পর থেকে যেভাবেই হোক নাশকতাকারীদের থামানো হবে। পেট্রোল বোমা হামলা ও নৈরাজ্যকারীদের কঠোর হস্থে দমন করা হবে।'
পরীক্ষার্থীদের স্বার্থে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, জনগণ যেভাবে নাশকতাকারীদের ধরিয়ে দিচ্ছে, সামনের দিনগুলোতে জনগণই অবরোধকারীদের প্রতিরোধ করবে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে গত ৫ জানুয়ারি থেকে সারাদেশে অবরোধ চলছে। ফাঁকে ফাঁকে চলছে হরতাল।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৫/ আহমেদ