আগামী এসএসসি পরীক্ষার সময় প্রয়োজনে ১৪ দল কেন্দ্র পাহারা দেবে। ১৪ দলের সমন্বয়কারী ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বৃহস্পতিবার বিকেল এ ঘোষণা দেন।
তিনি বলেন, 'পরীক্ষার সময় ছেলেমেয়েরা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারে, পরীক্ষা দিতে পারে সে জন্য স্কুলগুলো পাহারা দেওয়া হবে। ১৪ দলের পক্ষ থেকে এই কাজটি আমরা করব।' আগামী কয়েকটা দিন নেতাকর্মীদের প্রতিটি পাড়া-মহল্লা পাহারা দেওয়ার আহ্বানও জানান তিনি।
রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদের সামনে বৃহস্পতিবার ১৪ দলের এক শান্তি সমাবেশ ও র্যালি পূর্ব সমাবেশে এ ঘোষণা দেন তিনি। ১৪ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মাহনগর ১৪ দল ওই সমাবেশের আয়োজন করে।
বিএনপি নেত্রীকে উদ্দেশ করে নাসিম বলেন, 'আন্দোলন করে লাভ নাই। অবরোধ করেও লাভ নাই। এখনো চার বছর সময় আছে। দল গোছান। সংগঠনকে শক্তিশালী করুন, নির্বাচনে আসুন। সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে, সেই সরকার গঠন করবে। কিন্তু ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। সেই নির্বাচনও শেখ হাসিনার অধীনেই হবে।'
মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর এলাকার সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, মিরপুরের সংসদ সদস্য আসলামুল হক আসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, জেপির শেখ শহিদুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৫/ আহমেদ