বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে শনিবার ভোরে অভিযোগ করেছেন দলটির গণমাধ্যম শাখার এক সদস্য।
শামসুদ্দিন দিদার নামে ওই সদস্য বলেন, 'শুক্রবার রাত ২টা ৩৭মিনিট থেকে বাসায় বিদ্যুৎ নেই।'
কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবেই এমনটি করেছে দাবি করে তিনি বলেন, 'তারাই বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে।'
বর্তমান সরকারের এক বছর পূর্তির দিনে 'গণতন্ত্র হত্যা দিবস' হিসেবে পালনের ঘোষণা দিয়ে সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মধ্যে গত ৩ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় হিসেবে নেওয়া গুলশানের এ কার্যালয়েই থাকছেন খালেদা জিয়া।
বাসাটিতে 'অবরুদ্ধ' করে রাখার অভিযোগ তুলে গত ৫ জানুয়ারি দেশব্যাপী লাগাতার অবরোধেরও ডাক দেন বিএনপি চেয়ারপারসন।
তবে প্রায় দুই সপ্তাহ আগে পুলিশ বাসার সামনে থেকে সব ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে নিলেও খালেদা জিয়া নিজের পছন্দেই সেখানেই থাকছেন।
এদিকে অবরোধের পাশাপাশি গতকাল এক বিবৃতিতে রবিবার ভোর থেকে সারাদেশে ৭২ ঘন্টার হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৫/আহমেদ