চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর স্টেশন রোড এলাকার হোটেল গোল্ডেন ড্রিম থেকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৪০জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তাদের আটক করা হয়।
সিএমপির কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহির জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল গোল্ডেন ড্রিমে অভিযান চালিয়ে ওই ৪০ মালয়েশিয়াগামীকে আটক করা হয়েছে। তবে এ ব্যপারে জড়িত দালালদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে কার্যক্রম শুরু করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৫/আহমেদ