এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহারের ফের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। হরতালের কারণে এসএসসি পরীক্ষা পেছানো হবে কি-না তা ঢাকায় ফিরে গিয়ে সিদ্ধান্ত নেয়া হবে জানান মন্ত্রী।
আজ শনিবার সকালে সিলেট ক্রীড়া কমপ্লেক্স মাঠে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ২য় সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার এসএসসি পরীক্ষায় এবার ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। এই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ২০ দলীয় জোটের নেতাদের প্রতি হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলাম। তারা কথা রাখেনি। তারপরও আমি আশাবাদী তাদের দলের মধ্যে শুভবুদ্ধির লোকজন আছেন। তারা পরীক্ষার আগে হরতাল প্রত্যাহার করবেন বলে আমার বিশ্বাস।’
হরতাল প্রত্যাহার না হলে পরীক্ষা পেছানো হবে কি-না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এখনো এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। ঢাকায় ফেরার পর সিদ্ধান্ত নেব।’
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা