বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে প্রয়োজনে খাবার সরবরাহ বন্ধ করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
আজ শনিবার বেলা ১টার দিকে মাদারীপুর সদর উপজলায় রাস্তি এলাকায় চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন ও ড. মোজাম্মেল হক খান সড়ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিদ্যুৎ সংযোগ সরকার নয় শ্রমিকরা বিচ্ছিন্ন করেছে দাবি করে তিনি বলেন, এরপরও যদি খালেদা জিয়ার চৈতন্যতা না হয় তাহলে তার বাড়ির চারপাশে পোড়া গাড়ি এবং আবরোধে আহত-নিহতদের পরিবার বর্গ নিয়ে সেখানে অবস্থান নেওয়া হবে। তিনি বলেন, যতক্ষণ প্রর্যন্ত অবরোধ প্রত্যাহার না করবেন ততক্ষণ পর্যন্ত তার বাড়ির সামনে অবস্থান ধর্মঘট হবে এবং প্রয়োজনে কার্যালয়ে সব ধরনের খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজেবুল আহসান প্রমুখ।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৫/মাহবুব