বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এসএসসি পরীক্ষার আগে অবরোধ প্রত্যাহার না হলে গুলশানের ওই বাড়ির পানি, গ্যাসসহ সব কিছুর সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী হকার্স লীগের এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এসএসসি পরীক্ষার আগে অবরোধ প্রত্যাহার না হলে খালেদা জিয়ার কার্যালয়ের শুধু বিদ্যুৎ নয়, সব লাইন কেটে দেওয়া হবে। এটা আজকে জনগণের দাবি।”
শুক্রবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে ওই বাসার ইন্টারনেট ও ডিস লাইনও ‘কেটে দেওয়া’ হয়েছে বলে জানা গেছে।
দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কর্মসূচি পালন করতে না পেরে গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধ ডাকেন খালেদা জিয়া। এরইমধ্যে আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। এই পরীক্ষা চলবে মাসজুড়ে।
এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বেশ কয়েকদিন ধরেই অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে আসছিল সরকার। কিন্তু ওই অনুরোধে সাড়া না দিয়ে পরীক্ষা শুরুর একদিন আগে থেকে সারাদেশে অবরোধের পাশাপাশি ৭২ ঘণ্টার টানা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন জোট।
নাশকতায় প্রাণহানির জন্য খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়ে হাছান মাহমুদ বলেন, “অবিলম্বে খালেদা জিয়াকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় আনা হোক। অন্যথায় জনগণ তাকে ঘেরাও করে আইনের হাতে তুলে দিবে।”
সংগঠনের সভাপতি জাকারিয়া হানিফের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৫/মাহবুব