বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা সারা দেশে ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানীর গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। রবিবার সকালে বাস টার্মিনালটিও ছিল প্রায় যাত্রীশূণ্য। কিছু যাত্রী জরুরি প্রয়োজনে দূরে যাওয়ার জন্য টার্মিনালে আসলেও তাদের অধিকাংশকেই ফিরে যেতে হয়েছে। অনেকে বাধ্য হয়ে ভাঙা পথে রওনা হন।
তবে টার্মিনাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও সাভার-নবীনগর রুটের বেশ কিছু বাস ছেড়ে যেতে দেখা গেছে।
হানিফ পরিবহণের কাউন্টার মাস্টার জিয়া উদ্দিন জানান, রবিবার তাদের কোনো গাড়ি ঢাকা ছেড়ে উত্তরবঙ্গের দিকে যায়নি। সোমবার ও মঙ্গলবার কোনো গাড়ি ছাড়া হবে কিনা তা কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেলে বলা যাবে।
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ