আসন্ন এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ দিয়ে ১৫লাখ পরীক্ষার্থীর শিক্ষাজীবনকে ধ্বংস না করতে আহ্বান জানিয়েছেন ছাত্র সংগ্রাম পরিষদ। এসময় শিক্ষার্থীর গায়ে পেট্রোল বোমা মেরে কিংবা অন্যকোন ভাবে আহত করা হলে বিএনপি জোটের হুকুমদাতাদেরও সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ রবিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ একথা বলেন।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান বলেন, দেশে আজ গণতন্ত্র রক্ষার নামে ছাত্র-ছাত্রী, বাস-ট্রাকচালকসহ সাধারণ মানুষ হত্যার মহোৎসব চলছে। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে হুমকির মুখে ফেলে অপরাজনীতির খেলা শুরু করেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। পরীক্ষার সময় ডাকা হরতাল-অবরোধে প্রায় ১৫লাখ এসএসসি পরীক্ষার্থীর চোখে আজ অন্ধকার, ঘোর অমানিশা।
তিনি আরও বলেন, সম্প্রতি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়েছেন। আর যদি কোন শিক্ষার্থী ঝলসে যায় তাহলে হরতাল-অবরোধের হুকুমদাতাদেরও এর সমানুপাতিক জবাব দিতে প্রস্তুত ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। এসময় তিনি প্রেট্রোল বোম নিক্ষেপকারী ও তাদের হুকুমদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সহ-সভাপতি আবু হানিফ, যুগ্ম-সম্পাদক শামসুল কবির রাহাত, শারমিন সুলতানা লিলি, দফতর সম্পাদক শেখ রাসেল, সমাজ সেবা সম্পাদক কাজী এনায়েত, ঢাবি শাখা সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাধারণ তানভীর রুসমত, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু প্রমুখ।
বিডি-প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব