ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জামালের দোকান এলাকায় এক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। নিহতদের দু’জন কাভার্ডভ্যানের চালক ও সহকারি।
মঙ্গলবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান জানান, চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-১১-৬৩০৫) মিরসরাই জামালের দোকান এলাকায় অন্য একটি লরিকে অতিক্রম করতে গিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানের চালক ও সহকারি নিহত হন।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ