ফের এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এরইমধ্যে হরতালের পরিধি ৭২ ঘণ্টা বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। এই পরিস্থিতিতে শিক্ষা কর্মকর্তাদের নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৈঠকে উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষাবোর্ডের কন্ট্রোলার ড. শ্রীকান্ত চন্দসহ মন্ত্রনালয়ের কর্মকর্তারা।
বৈঠক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত পরীক্ষা পেছানোর কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে হরতালের ঘোষণা আসলে এক ঘণ্টার মধ্যে পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ইন্টারনেট, টেলিফোন ও কেবলের পুনঃসংযোগ না দেওয়ার প্রতিবাদে হরতাল বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে দলটির একটি সূত্র। ২০ দলীয় জোটের ৭২ ঘন্টার হরতাল বুধবার ভোর ৬টায় শেষ হলেও এর সঙ্গে নতুন করে ৭২ ঘণ্টা যোগ হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছে সূত্রটি। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালেই শিক্ষামন্ত্রীর কক্ষে জরুরি বৈঠকটি শুরু হয়।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ