৪ হাজার ৪৯০ কোটি টাকার আট প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
আজ মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
মুস্তফা কামাল বলেন, ‘একনেকে ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। ৮টি প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ১ হাজার ৬৩৬ কোটি ৪১ লাখ টাকা, প্রকল্প সাহায্য ২ হাজার ৮৪৭ কোটি ১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭ কোটি ৪৪ টাকা। প্রকল্পগুলোর মধ্যে নতুন ৬টি এবং সংশোধিত প্রকল্প ২টি।’
একনেকে অনুমোদনপ্রাপ্ত প্রকল্পগুলো হলো- ‘ধানুয়া-এলেঙ্গা অ্যান্ড ওয়েস্ট ব্যাংক অব বঙ্গবন্ধু ব্রিজ-নালখা গ্যাস ট্রান্সমিশন পাইপ লাইন প্রজেক্ট’, ‘গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী সম্প্রসারণ (২য় সংশোধিত)’, ‘গৌরীপুর-মোহনা সড়কটি কুমিল্লা-সিলেট হাইওয়ে পর্যন্ত সম্প্রসারণ’, ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জন্য ৫০টি বিজি ও ৫০টি এমজি যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসন’, ‘ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি)’, ‘গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্প (১ম সংশোধিত)’, ‘কিশোরগঞ্জ, তারাগঞ্জ ও বদরগগঞ্জ উপজেলার যুমনেশ্বরী, চিকলী ও চারলকাটা নদী তীর সংরক্ষণ’ ও ‘বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ’ প্রকল্প।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব