বিএনপি জোটের টানা অবরোধ ও হরতালে কৃষকরা পথে বসে গেছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে সোমবার ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, চলমান হরতাল-অবরোধের কারণে যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটায় কৃষক সমাজ পথে বসে গেছে। এ অবস্থার কিছুটা উন্নতি হয়েছে কিন্তু পুরো দেশ এখনো এ পরিস্থিতি থেকে মুক্ত হয়নি।
নাম উল্লেখ না করে তিনি বলেন, একজন মহিলা দেশকে জিম্মি করে রেখেছেন। মানুষকে ভোগান্তিতে ফেলেছেন। এভাবে দেশ চলতে পারে না, এ অবস্থা স্বাভাবিক করার দায় বিএনপির। আর বিএনপি জানে কীভাবে দেশ স্বাভাবিক করতে হবে।’
নাগরিক সমাজের সংলাপের উদ্যোগ প্রসঙ্গে অর্থমন্ত্রী সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনি কি কিছু ফিল করেন? সংলাপের কতটুকু দরকার বলে মনে করছেন। আমি মনে করি, সংলাপের কোনো দরকার নেই।’
‘চলমান পরিস্থিতির কারণে পোশাক শিল্পের মালিকরা সরকারের কাছে বিভিন্ন সুবিধা চাইতে পারে’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পোশাক শিল্প তেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তাদের উৎপাদন ও রফতানি অব্যাহত রয়েছে। তবে পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ইমেজ।’
গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘যে নয়জন সদস্যের মেয়াদ শেষ হয়েছে, তাঁরা বাদে বাকি চারজন দিয়েই গ্রামীণ ব্যাংকের পর্ষদ চলবে। নতুন নয়জন নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে।’
প্রতিনিধি দলে বিআইএসি’র সদস্য লতিফুর রহমান, সাবেক উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, আমেরিকান চেম্বারের সভাপতি আফতাবুল ইসলাম, ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রয়ারি, ২০১৫/মাহবুব