জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহানের যুদ্ধাপরাধ মামলার রায় আজ। সকাল ৮টা ৫০ এ সুবহানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি মাইক্রোবাসে করে পুরাতন হাই কোর্ট এলাকায় ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়। ৮টা ৫৬মিনিটে ট্রাইব্যুনালে পৌঁছানোর পর তাকে হাজতখানায় রাখা হয়।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সকাল ১০টার পর এ মামলার রায় ঘোষণা করবেন।
এর অাগে মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ঠিক করে দেয়।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ রয়েছে সুবহানের বিরুদ্ধে। ২০১০ সালের ২৫ মার্চ যুদ্ধাপরাধের বিচার শুরুর পর থেকে এটি হবে ষোড়শ রায়। এর আগের ১৫টি রায়ের মধ্যে ১২টিতেই আসামিদের সর্বোচ্চ সাজার আদেশ এসেছে।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা