লক্ষ্মীপুরে মাইন উদ্দিন চৌধুরী বাবলু নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর ও দোলাকান্দির একটি খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বাবলু সদর উপজেলার রাধাপুর গ্রামের আজগর হোসেনের ছেলে ও ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানান উপজেলা যুবদলের পূর্ব শাখার সাধারণ সম্পাদক আব্দুল মন্নান লিটন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বুধবার বিকেলে বাবলু বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে নেয়ামতপুর দোলাকান্দির একটি খালে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার শরীরের বিভিন্ন স্থানে ৫টি গুলির চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, বাবলু নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । হত্যার কারণ জানা যায়নি তদন্ত চলছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা