দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিককে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালের একুশে পদক দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট নাগরিকদের হাতে পদক তুলে দেন। এ সময় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।
পদকপ্রাপ্তরা হলেন: ভাষা আন্দোলনে প্রয়াত পিয়ারু সর্দার (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস, ভাষা ও সাহিত্যে অধ্যাপক দ্বিজেন শর্মা ও মুহম্মদ নুরুল হুদা, শিল্পকলায় প্রয়াত আব্দুর রহমান বয়াতি (মরণোত্তর), এস এ আবুল হায়াত এবং এ টি এম শামসুজ্জামান, শিক্ষায় অধ্যাপক ডা. এম এ মান্নান ও সনৎ কুমার সাহা, গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, সাংবাদিকতায় কামাল লোহানী, গণমাধ্যম শাখায় ফরিদুর রেজা সাগর, সমাজসেবায় ঝর্না ধারা চৌধুরী, শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের ও অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।
সম্মাননাস্বরূপ প্রত্যেককে নগদ এক লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা