চার দিনের শুভেচ্ছা সফরে আগামীকাল রবিবার বাংলাদেশে আসছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আ র কে ধাওয়ান।
বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের আমন্ত্রণে তিনি এ সফর করছেন বলে শুক্রবার ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
ভারতীয় নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে থাকবেন তার স্ত্রী ও ইন্ডিয়ান নেভি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মিনু ধাওয়ান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আর কে ধাওয়ান ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবেন। তার এ সফরকালে ভারতীয় নৌ জাহাজ ‘আইএনএস রঞ্জিত’ চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা পরিদর্শনে আসবে। এসময় চট্টগ্রামে বাংলাদেশ নেভাল অ্যাকাডেমিকে দুটি ‘এন্টারপ্রাইজ ক্লাস বোট’ উপহার দেবেন ভারতীয় নৌবাহিনী প্রধান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এডমিরাল ধাওয়ানের সফর উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ঐতিহ্যের অংশ, যা দুই প্রতিবেশী নৌবাহিনীর মধ্যে বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি করবে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব