জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের আনুষ্ঠানিকতা শেষে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে।
রাত ৯টা ২৫ মিনিটের দিকে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় বলে কারাগার সূত্রে জানা গেছে।
রাত ৯টার দিকে কারাগারে প্রবেশ করেছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আব্দুল মালেক। তিনি কামারুজ্জামানের স্বাস্থ্য পরীক্ষা করবেন। এরপরই ফাঁসির সব প্রস্তুতি সম্পন্ন হবে।
পৌনে ৯টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন মিয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন।
কারাকর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, রাত ১০টা ১ মিনিট থেকে ১২টার মধ্যে কোনো এক সময় কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে।