ভোলায় তেঁতুলিয়া নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দক্ষিণ দীঘলদি, ভেলুমিয়া, পাতাবুনিয়া ও বাঘমারা চরের সর্বস্তরের জনগণের আয়োজনে এই কর্মসূচি হয়।
মানববন্ধনে উপস্থিতরা জানান, সদর উপজেলার তেঁতুলিয়া নদী থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। এর ফলে ভাঙ্গনের মাত্রা বৃদ্ধি পেয়ে পাতাবুনিয়া ও বাঘমারা চরের শতশত পরিবার হুমকির মুখে পড়েছে। তারা আশঙ্কা করছেন, বালু উত্তোলন অব্যাহত থাকলে দ্রুতই তাদের বসতভিটিসহ কৃষিজমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে বহু পরিবার।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আশিক