কামারুজ্জমানের লাশ বহনের জন্য কেন্দ্রীয় কারাগারের ভেতরে একটি এ্যাম্বুলেন্স ঢুকেছে।
রাত সাড়ে দশটার সময় কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হয়। রাত ১১টা ২০ পর্যন্ত এ্যাম্বুলেন্সটি কারাগারের ভেতর অবস্থান করছে।
এর আগে, রাত ৯টার ৫৭ মিনিটে ঢাকা মেট্রো-ছ-৭১-১২০৬ নম্বরের এই এ্যাম্বুলেন্সটি কারাগারে ঢোকে।