শেরপুরে বাজিতখিলা এলাকার নিজ গ্রাম কুমড়িতে দাফন করা হবে মানবতাবিরোধী অপরাধী ’৭১-এর রাজাকার কামারুজ্জামানের লাশ। তার পারিবারিক সূত্র জানিয়েছে, শেষ ইচ্ছামতো কামারুজ্জামানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তার নিজ বাড়ি বাজিতখিলার কুমড়িতে কামারুজ্জামানের প্রতিষ্ঠিত এতিমখানায়। এরপর এতিমখানার পাশে সম্প্রতি কেনা উত্তর-পশ্চিম কোণে ধান ক্ষেতের কোনায় তাকে দাফন করা হবে। গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কবরের নির্ধারিত স্থানের রোপিত ধানচারা কেটে ওই জায়গায় মাটি ভরাট করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল হক জানান, সোহাগপুরের বিধবা, সাক্ষীদের নিরাপত্তায় পুলিশ ইতিমধ্যে সেখানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেক সাক্ষীর নিরাপত্তার জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রতি মুহূর্তেই তাদের প্রতি নজর রাখছেন। এ খবর লেখা পর্যন্ত জেলা প্রশাসক এ বিষয়ে কোনো ধরনের সরকারি নির্দেশনা পাননি বলে জানিয়েছেন। তবে দুপুরের পর থেকেই কামারুজ্জামানের নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া তৎপরতা লক্ষ্য করা গেছে। এদিকে শেরপুরে কামারুজ্জামানের লাশ দাফন করতে দেওয়া হবে না এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছেন শেরপুরের মুক্তিযোদ্ধারা। শেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অনুরোধে স্থানীয় মুক্তিযোদ্ধারা রাত পৌনে ৮টার দিকে এ দাবি থেকে সরে আসেন।
উল্লেখ্য, এর আগে শেরপুরের কলঙ্ক মানবতাবিরোধী অপরাধী ’৭১-এর রাজাকার কামারুজ্জামানের লাশ যাতে শেরপুরের মাটিতে দাফন না করা হয় এ দাবিতে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা কমান্ড। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কামারুজ্জামানের স্ত্রীর বড় ভাই আবু সালেহ নূরল ইসলাম হিরু কামারুজ্জামানের লাশ শেরপুরে দাফন করতে দেওয়া হবে না বলে জানিয়েছিলেন।
শিরোনাম
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার
শেরপুরে গ্রামের বাড়িতে দাফন
শেরপুর প্রতিনিধি
অনলাইন ভার্সন

এই বিভাগের আরও খবর