যুদ্ধাপরাধ মামলায় এগিয়ে চলছে জামায়াত নেতাদের আপিল আবদেনের নিষ্পত্তির কাজ। ইতোমধ্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের মৃত্যুদ্ন্ড কার্যকর করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ১০ জামায়াত নেতার আপিল আবেদনের মধ্যে পাঁচজনের আপিল নিষ্পত্তি ও বিলুপ্তি হয়ে এখন বিচারাধীন আছে পাঁচ নেতার আপিল আবেদন।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ মোট ৯ যুদ্ধাপরাধীর আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে ।
এসব আবেদনের নিষ্পত্তির প্রক্রিয়া চলমান। তবে বাকি যুদ্ধাপরাধীদের আপিল আবেদনগুলো কবে নাগাদ নিষ্পত্তি হবে সে বিষয়টি নির্দিষ্ট করে বলা কঠিন।
এ আবেদনগুলোর কার্যক্রমের প্রথমেই আছে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের মামলা।
২০১৩ সালের ১১ আগস্ট ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মুজাহিদ আপিল করেন। তার আবেদনটি শুনানির পর্যায়ে রয়েছে।
এরপর রয়েছে জামায়াতের আমির মতিউর রহমান নিজামির মামলা। তিনি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ২৩ নভেম্বর সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেন।
নিজামির মামলাটির আপিল আবেদন আপিল বিভাগের শুনানির প্রস্তুতির জন্য কার্যতালিকায় তিন বার এসেছে ।
গত ৯ মার্চ এ মামলার আপিলের সারসংক্ষেপ আসামি ও রাষ্ট্রপক্ষকে জমা দেয়ার জন্য তারিখ নির্ধারণ করে আদেশ দেন আপিল বিভাগ।
নিজামির পরে রয়েছে দলের নির্বাহী পরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর মামলা।
কাসেম আলী তার রায়ের বিরুদ্ধে গত বছরের ১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেন। এরপর আছে দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আপিল।
রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন গত ২৮ জানুয়ারি। সর্বশেষ যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আপিল করেছেন দলের নায়েবে আমির আব্দুস সোবহান। তিনি আপিল করেন ১৮ মার্চ ।
এই মুহূর্তে এ মামলায় সর্বোচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল ।
এ আবেদনগুলোর ওপর শুনানির দিন ধার্যের জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগে দৈনন্দিন কার্যতালিকায় রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল,২০১৫/নাবিল