রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রবিবার দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ শহরের নরসুন্দা লেকসিটির নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি জেলার গৌরাঙ্গ বাজার ব্রিজ, আখড়া বাজার ব্রিজ, গুরুদয়াল ব্রিজ, ঐতিহাসিক কিশোরগঞ্জ পাগলা মসজিদ ব্রিজ ও লেকসিটির কাজ পরিদর্শন শেষে জেলার সার্কিট হাউজে যান। বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন তিনি।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৫/ রশিদা