বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার কারণে চলতি বছরের শুরু থেকে তিন মাসে উৎপাদনখাতে প্রায় ১৭ হাজার ১৫০ কোটি টাকা (২ দশমিক ২ বিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।
আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ‘বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ক্ষতির এই পরিমাণ মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) এক শতাংশ।
জাহিদ হোসেন বলেন, যদি রাজনৈতিক অস্থিরতা না থাকত তাহলে চলতি ২০১৪-১৫ অর্থবছরে ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হত। যেহেতু এক শতাংশ ক্ষতি হয়ে গেছে সেহেতু আমাদের হিসাবে ৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। রাজনৈতিক অস্থিরতায় উৎপাদন খাতে প্রতিদিন যে ক্ষতি হয়েছে তার ভিত্তিতে এই হিসাব করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৫/ রশিদা