মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্ত। এ বিষয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘অবৈধভাবে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়া, ভুয়া চিকিৎসক তৈরিসহ কয়েকটি বিষয়ে অভিযোগ করে মন্ত্রীর মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’
কয়েক দিন আগেও এ হুমকি দেওয়া হয়েছিল জানিয়ে উপসচিব বলেন, ‘মেসেজে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীকে যেখানে পাওয়া যাবে, হত্যা করা হবে। মন্ত্রীর স্ত্রী ও সন্তানদের ওপরও হামলার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে রাজধানীর রমনা থানায় একটি জিডি (নম্বর ৮১৭) করা হয়েছে।’
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৫/মাহবুব