বিশ্বব্যাংকের প্রতিবেদনের তথ্য নাকচ করে দিয়ে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার সাত শতাংশের কাছাকাছি হবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রবিবার বিকেলে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এর আগে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে রবিবার সকালে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ করে। করা হয়। সেখানে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার কারণে চলতি বছরের শুরু থেকে তিন মাসে উৎপাদনখাতে প্রায় ১৭ হাজার ১৫০ কোটি টাকা (২ দশমিক ২ বিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।
উক্ত তথ্যের উদ্ধৃতি টেনে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমন মন্তব্য করেন। তবে চলমান অবরোধ ও হরতালে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে দেশের বড় ধরনের ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৫/মাহবুব