নেদারল্যান্ডসের হেগেতে জুনে অনুষ্ঠিতব্য নির্বাচনে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক পদে প্রার্থিতার আবেদন করেও তা প্রত্যাহার করেছে বাংলাদেশ। ওই পদের জন্য বাংলাদেশের মনোনীত প্রার্থী আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক ‘পারিবারিক কারণে’ তার আবেদন প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।
গতবছর ফিলিপাইনের মরিয়ম ডিফেন্সর সান্তিয়াগো পদত্যাগ করায় আইসিসির ওই বিচারক পদটি শূন্য হয়। ২০১২ সালে নয় বছরের জন্য নির্বাচিত হলেও তিনবছর দায়িত্ব পালনের পর মরিয়ম অসুস্থতার কারণে পদত্যাগ করেন।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৫/ রশিদা