আন্দোলনের নামে যারা নাশকতা করে মানুষকে পুড়িয়ে মেরেছে, সেই অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে নাটোর ও ফেনী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, “জঙ্গিবাদ, সন্ত্রাসী কমর্কাণ্ড যারা করেছে, যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে এবং প্রত্যেক এলাকায় যারা অপরাধে জড়িত, আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, তাদের খুঁজে খুঁজে বের করতে হবে, তাদের বিচার করতে হবে।”
দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্যই ‘এ ধরনের অপরাধীদের’ শাস্তি হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ট্রাকের ড্রাইভার, হেলপার মেরে তার কী অর্জন হয়েছে।’ তিনি বলেন ‘দেশের মানুষকে প্রতিপক্ষ করে কোনো রাজনৈতিক নেতা এভাবে মানুষ খুন করতে পারে, এটা আমি ভাবতেই পারি না। রাজনীতি যদি জনগণের স্বার্থে হয়, জনগণের কল্যাণে হয় তাহলে জনগণকে কেন হত্যা করা হচ্ছে।’
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৫/মাহবুব