বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বসন্তকালীন বৈঠকে যোগ দিতে বুধবার সকালে যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তিন দিনের এ বসন্তকালীন বৈঠক শুরু হচ্ছে শুক্রবার।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, 'আজ সোমবার সকালেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে অর্থমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার যাওয়ার তারিখ দু’দিন পেছানো হয়েছে।'
এদিকে, বিশ্বব্যাংক ও আইএমএফ'র বসন্তকালীন বৈঠকের আগে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে বুধবার অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইনিশিয়েটিভস ইন পোস্ট ২০১৫’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে অর্থমন্ত্রীর।
এ ছাড়া বিশ্বব্যাংক ও আইএমএফ'র তিন দিনের বসন্তকালীন বৈঠক শেষে বোস্টনে তিন দিনব্যাপী (১৯ থেকে ২২ এপ্রিল) ‘থার্ড এ্যানুয়াল হাভার্ড মিনিস্ট্রিয়াল ফোরাম ফর ফাইন্যান্স মিনিস্টার্স’-এর সম্মেলনেও যোগদানের কথা রয়েছে তার।
আগামী ২৬ এপ্রিল তিনি দেশে ফিরবেন।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৫/ এস আহমেদ