আগামীকাল মঙ্গরবার বাংলা নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশের সকল বাংলাভাষী-বাংলাদেশীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বাংলা নববর্ষ উপলক্ষ্যে গণমাধ্যমে দেয়া এক বানীতে তিনি একথা বলেন।
খালেদা জিয়া বলেন, পয়লা বৈশাখ বাংলা নববর্ষ আমাদের জাতিসত্ত্বার অন্যতম অহংকার। আমরা এই অহংকার আবহমানকাল ধরেই ধর্ম-বর্ণ-নৃ-গোষ্ঠী ভেদে লালন করে থাকি।
তিনি বলেন, বাংলা সন-তারিখ আমাদের প্রাত্যহিক জীবন ও জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ বছরের এই দিনে আমি সকলের কল্যাণ কামনা করি, যদিও দেশবাসী একটি অনির্বাচিত সরকারের অপশাসনের যাতাকলে পিষ্ট।
বিএনপি চেয়ারপার্সন বলেন, তবুও নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, এ প্রত্যাশা করি।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৫/মাহবুব