বাঙালির প্রাণের উৎসবকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাজধানীকে। পহেলা বৈশাখের মূল আকর্ষণ রমনা বটমূলকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
রমনা উদ্যানের অভ্যন্তরে ও এর আটটি গেটে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। স্থাপন করা হয়েছে ৠাব-পুলিশের পৃথক কন্ট্রোল রুমও।
এছাড়া, ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরায় পুরো রমনা পার্ক পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। প্রবেশের সকল পথেই বসানো হয়েছে আর্চওয়ে গেট। বটমূলের সন্নিকটে পুকুরে তল্লাশির জন্য থাকছে নৌবাহিনীর ডুবুরি দলসহ ফায়ার সার্ভিসের আলাদা একটি ইউনিট। আকাশ পথে থাকছে ৠাবের হেলিকাপ্টার টহল। সব মিলিয়ে নিরাপত্তার যেন কোনো কমতি না থাকে সেই ব্যবস্থা করা হয়েছে রমনা বটমূলকে ঘিরে।
রাজধানী ঢাকার বাইরেও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।