কালো ছায়া দূর করে আলো ছড়িয়ে দেওয়ার স্লোগান ‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে খানিকবাদেই শুরু হচ্ছে বাংলা বর্ষবরণের অন্যতম বড় আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রায় অংশ নিতে এখন পুরো রাজধানী ছুটছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-চারুকলা অভিমুখে।
তরুণেরা মাথায় গামছা বেঁধে- পাঞ্জাবী পড়ে এবং তরুণীরা শাড়ি পরে বৈশাখের নানা বর্ণিল সাজে নিজেকে সাজিয়ে আসতে শুরু করেছেন টিএসসি-চারুকলা এলাকায়। প্রাণের এ শোভাযাত্রায় অংশ নিতে উপস্থিত হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী-পেশাজীবী-আইনজীবী-নারী-শিশুসহ সর্বস্তরের মানুষ।
আজ সকাল ৯টায় শোভাযাত্রাটি বের হবে চারুকলা অনুষদের সামনে থেকে। এরপর রূপসী বাংলা হোটেল ঘুরে টিএসসি হয়ে আবার একই স্থানে এসে শেষ হবে।