বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ইন্টারপোল। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে হত্যার অভিযোগে এই ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়েবসাইটে তালিকাভুক্ত ফেরারি (ওয়ান্টেড পারসন) হিসেবে তারেক রহমানের নাম-পরিচয় ও বিবরণ উল্লেখ করা হয়েছে।
ইন্টারপোলের ওয়েবসাইটে তারেক রহমান ছাড়াও বাংলাদেশের ৬৭ জন ব্যক্তির নাম রয়েছে।