ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের কড্ডা বাইমাইল এলাকায় বুধবার সকালে বাস-ট্রাকের সংঘর্ষে এক তরুণীসহ (১৮) তিনজন নিহত এবং ৫ যাত্রী আহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
কোনাবাড়ির সালনা মহাসড়ক পুলিশ থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, আজ বুধবার সকাল ৬টার দিকে বাইমাইল এলাকায় গাজীপুরগামী আজমেরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক তরুণী (১৮) নিহত এবং আহত হয়েছেন আরও ৭ জন বাসযাত্রী।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল সালাম সরকার জানান, হাসপাতালে আনার পর ওই দুর্ঘটনায় আহত আরও দুইজন পুরুষ (৪৫-৫০) মারা গেছেন। এছাড়া এলাকাবাসী ও পুলিশ দুর্ঘটনায় আহত আলম (৩৫), সরূপা (২২), মাসুদ (৩০), হাবিজ উদ্দিন (৪০) ও ইসমাইলকে (৩৪) উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে ইসমাইল ও হাফিজ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অন্যদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৫/ রশিদা