রংপুর মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বেলা সোয়া একটার দিকে কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন কলেজ বন্ধ ঘোষণা করেন।
আজ বুধবার বেলা তিনটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দিয়েছে প্রশাসন।
জাকির হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজের মুক্তা ছাত্রাবাসে ভোরে ছাত্রলীগের রফিক ও ফেরদৌস পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আটজন আহত হন। তাদের মধ্যে শহীদ, আতিক ও ফেরদৌস নামের তিন শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।