আগামীতে সব সিটি করপোরেশন নির্বাচন দলীয়ভাবে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
গণভবনে আজ বুধবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সময় এসেছে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকাণ্ডকে না বলার। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ মানুষ বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে না বলবে।
তিনি বলেন, আমরা আশা করছি, সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হবে। আগামীতে স্থানীয় সরকারের সবগুলো নির্বাচন দলীয়ভাবে করা হবে।
এ সময় আইনের ভিতর থেকে দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৫/মাহবুব