বঙ্গোপসাগরের মহেশখালী উপজেলার সোনাদিয়া উপকূল থেকে ২৮ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার অপহরণ করেছে জলদস্যুরা।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জেলেরা মাছ ধরে ফেরার পথে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত এক সপ্তাহ আগে ৩০ জন মাঝিমাল্লা ওই ট্রলারটি নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার ভোরে মাছ ধরে ফিরে আসছিলেন তারা। পথিমধ্যে মহেশখালী উপজেলার সোনাদিয়া উপকূলে ডাকাতের কবলে পড়ে ট্রলারটি। জলদস্যুরা অস্ত্রের মুখে মাঝিমাল্লাদের জিম্মি করে ফেলে। একপর্যায়ে ট্রলারের মাঝি মোহাম্মদ বাদশা ও অপর এক জেলে সাগরে ঝাঁপ দিয়ে উপকূলে চলে আসতে সক্ষম হন।
এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ ফেরদৌস জানান, বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছেন।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৫/রশিদা/মাহবুব