বিএনপি জোটের অবরোধের মধ্যে এইচএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য সারাদেশে ১১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।
বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা এ তথ্য জানান।
তিনি জানান, এইচএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৬৬ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ৯৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে। এছাড়া আরও ৫৯ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান ওই বিজিবি কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৫/মাহবুব