হজ, তাবলীগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তির ছয় মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন শুনানি আগামী ৭ মে ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার আসামি পক্ষের আইনজীবীদের সময়ের আবেদন প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী হজ, তাবলীগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করেন। এরপর তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায়ও বেশ কয়েকটি মামলা করা হয় এবং কোনো কোনো মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৫/মাহবুব