সিটি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অন্তরায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় কনফারেন্স হলে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জনতার প্রত্যাশা নামক একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
খাদ্যমন্ত্রী বলেন, কয়েকদিন আগেও তিনি (খালেদা) মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। আজ নির্বাচনী প্রচারে মাঠে নেমেছেন। পোড়া মানুষের স্বজনরা তাকে তাড়া করবেন। আর এ কারণে তার উপস্থিতি নির্বাচনী পরিবেশ সংঘাতময় করে তুলবে।
মন্ত্রী বলেন, মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়ার বিরুদ্ধে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তাতে, তিনি মাঠে নামলে অবশ্যই আইন শৃঙ্খলায় ব্যাঘাত ঘটবে। এজন্য সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে খালেদাকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত রাখতে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, গত তিন মাস ধরে মানুষ পুড়িয়ে হত্যা করে এখন নির্বাচনী প্রচারণায় নেমেছেন তিনি। এতে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে।
আয়োজক সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আক্তারুজ্জামান, সাবেক সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৫/মাহবুব