বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন দেশটির নবনিযুক্ত হাই কমিশনার সুজা আলম। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এ কথা বলেন তিনি।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের জানান।
তিনি বলেন, 'পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত বলেছেন যে, বাংলাদেশের কাছ থেকে তার দেশের অনেক কিছুর শেখার আছে।'
সাক্ষাৎকালে সৌর বিদ্যুতসহ নবায়নযোগ্য জ্বালানি নিয়েও আলোচনা হয়।
পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সুজা আলম।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন তিনি।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৫/এস আহমেদ