বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের যৌন হয়রানির ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থতা ও দায়িত্বে অবহেলার দায়ে দায়িত্বরত সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বৃহস্পতিবার স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।
স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিএমপি কমিশনার, রমনা জোনের ডিসি ও শাহবাগ থানার ওসিকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একই সঙ্গে ওইদিন নারীদের যৌন হয়রানির ঘটনা তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রতিবেদন আকারে এক মাসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস রুলের বিষয়টি নিশ্চিত করেছেন।