আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকাল ৭টায় ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধা জানান। পরে দলের সভাপতি হিসেবে শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর একে একে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৫/মাহবুব